আজ (২৪-০৪-২০২৫) বগুড়া জেলা শিবগঞ্জ উপজেলার কিচকের মহিষট্ট গ্রামে প্রবীণদের জীবন যাত্রার মান উন্নয়ন বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।


অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রবীণ কল্যাণ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও সমাজসেবক জনাব আব্দুল হালিম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিচক ইউনিয়নের সম্মানিত ইউপি সদস্য মোঃ তোজাম উদ্দীন। তিনি তার বক্তব্যে এই ধরনের উদ্যোগকে “সর্বোচ্চ ইতিবাচক প্রয়াস” হিসেবে উল্লেখ করে বলেন— “প্রবীণদের জন্য এমন সামাজিক উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। আমি সবসময় এই সংগঠনের পাশে থাকব।” এছাড়া বক্তব্য রাখেন কিচক আইডিয়াল একাডেমির সহকারী শিক্ষক ও প্রবীণ কল্যাণ ফাউন্ডেশনের সদস্য রায়হান নবী। তিনি বলেন, “আপনাদের মুখে হাসি ফুটলেই আমাদের চেষ্টা সার্থক হবে। তরুণ সমাজকে প্রবীণদের পাশে দাঁড়াতে উদ্বুদ্ধ করাই আমাদের লক্ষ্য।”

সভায় উপস্থিত ছিলেন কামরুল, মুন্না সহ প্রায় বিশ জন প্রবীণ, যাদের জীবনের অভিজ্ঞতা আর গল্প আমাদের সবাইকে নাড়া দিয়েছে। এমন আন্তরিক আয়োজনের মাধ্যমে সমাজের অভিভাবকদের পাশে দাঁড়ানোর প্রয়াস যেন আরও ছড়িয়ে পড়ে— এটাই আমাদের প্রত্যাশা।
Previous Post Next Post