শিবগঞ্জ( বগুড়া) প্রতিনিধিঃ চলেছে সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ উৎসব শারদীয় দুর্গাপূজা। উৎসবের আনন্দকে আরো রাঙ্গিয়ে দিতে
প্রবীণ কল্যাণ ফাউন্ডেশনের মানবিক উদ্যোগে শিবগঞ্জ উপজেলার আটমুল ইউনিয়নের কুলু পাড়ায় এক অসহায় হিন্দু পরিবারকে দুই কক্ষ বিশিষ্ট টিনশেড বাড়ি উপহার দেওয়া হয়েছে।
![]() |
আজ মঙ্গলবার এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে বাড়িটি আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা স্বেচ্ছাসেবী এ্যাসোসিয়শনের সভাপতি সাংবাদিক রশিদুর রহমান রানা। প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে ফিতা কেটে বাড়ির উদ্বোধন ও হস্তান্তর করেন আটমুল ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান জহুরুল ইসলাম।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ইউপি সদস্য ইকবাল হোসেন রিপন, প্রবীণ কল্যাণ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা হালিম, সাধারণ সম্পাদক মেজবাউল হক, সাংগঠনিক সম্পাদক আমিনুর ইসলাম, নূহ ইসলাম, শফিক ভাই, শাওন সরকার, পবিত্র সরকার, তপতি রানী, কিচক আইডিয়াল একাডেমির কয়েকজন শিক্ষার্থী।
আরো উপস্থিত ছিলেন সাংবাদিক সুমন ইসলাম এবং চ্যানেল A1 এর রিপোর্টার তাওহিদুল ইসলামসহ অন্যান্যে অতিথিবৃন্দ।
প্রবীণ কল্যাণ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা হালিম বলেন, “অসহায় ও প্রবীণ পরিবারগুলোর পাশে দাঁড়ানো আমাদের মূল লক্ষ্য। সমাজের সচেতন মহল এগিয়ে এলে এই উদ্যোগ আরও প্রসারিত হবে।”